Bhalobashi Bole Dao Song Lyrics In Bengali || ভালোবাসি বলে দাও বাংলা লিরিক্স || By Jony Lyrics
Bhalobashi Bole Dao Song Lyrics In Bengali || ভালোবাসি বলে দাও বাংলা লিরিক্স || By Jony Lyrics
Singer | Jony |
Song Writer | Jony |
হতে পারে রুপকথার এক দেশের,
রাতের আকাশের এক ফালি চাঁদ,
তোমার আমার চিরকাল।
তুমি আমি হাতে রেখে হাত,
ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল,
দেখতে পারো কিছু আদুরে সকাল।
হতে পারে এ পথের শুরু,
নিয়ে যাবে আমাদের অজানায়।
তুমি আমি আমাদের পৃথিবী,
সাজিয়ে নিবো ভালোবাসায়।
ভালোবাসি বলে দাও আমায়,
বলে দাও হ্যাঁ সব কবুল।
তুমি শুধু আমারই হবে,
যদি করো মিষ্টি এই ভুল।
হাতে হাত রাখতে পারো,
সন্ধি আঙুলে আঙুল।
ভালোবাসা বাড়াতে আরও,
হৃদয় ভীষণ ব্যাকুল।
প্রতিদিন কি জানি কি হয়ে যায়
শুধু তোমার কল্পনায়
ডুবে থাকা, আমায় ভালোলাগায়,
ভালোলাগার স্বপ্ন বোনায়।
কখনো হারাবে না তুমি
চোখে চোখ রেখে কথা দাও।
থাকবে কাছে ছায়ার মত,
ছেড়ে যাবেনা কোথাও।
হতে পারে তোমার একটু চাওয়ায়,
এনে দেবো শুকতারা কুড়িয়ে।
স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে,
পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে।
ভালোবাসি বলে দাও আমায়,
বলে দাও হ্যাঁ সব কবুল।
তুমি শুধু আমারই হবে,
যদি করো মিষ্টি এই ভুল।
হাতে হাত রাখতে পারো,
সন্ধি আঙুলে আঙুল।
ভালোবাসা বাড়াতে আরও,
হৃদয় ভীষণ ব্যাকুল।