Dekha Debe Ki Song Lyrics In Bengali || দেখা দেবে কি বাংলা লিরিক্স || By Parag
Dekha Debe Ki Song Lyrics In Bengali || দেখা দেবে কি বাংলা লিরিক্স || By Parag

Singer | Parag |
Singer | Eemce Mihad |
Song Writer | Eemce Mihad |
1st Verse - কি যে মায়া তার চোখে
আটকে যাই সে মায়া জালে
নিওনা যন্ত্রণা আর এ ভাবে
শুধু চাই কাছে তোমাকে
যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু তোমার ই ছবি
আজ এই সন্ধ্যা রাতে তুমি দেখা দিবে কি?
Chorus - দেখা দেবে কি
2nd Verse - যদি আবার ফিরে পাই
কখনো কোন অজানায়
ভেবোনা হারাবো আর এভাবে
থেকো শুধু আমারি কাছে
যেদিকে তাকাই সেদিকে দেখি শুধু তোমার ই ছবি
আজ এই সন্ধ্যা রাতে তুমি দেখা দিবে কি?
Chorus - দেখা দেবে কি
Rap Verse - মায়াবী সেই চোখে কাজল আমি দেখতে চাই
জানো কি তুমি হীনা আমি কতো অসহায়
ভাবো কি আমায় চোখের জলে দু এক ফোটা
দিবে কি আমার সেই ভালোবাসা
আবার হাটতে চাই সেই হাত ধরে দিওনা বাধা তুমি আর আমাকে
আমার প্রতিদিন সপ্নে শুধু তুমি আসো বলো কিভাবে সপ্ন তুমি থামাবে
আমার মন তোমার মনকে জানাবে আমার চোখের জল তোমায় জালাবে
আমাকে কষ্ট রেখে এতো সহজে বলো কোথায় তুমি পালাবে
কিভাবে হারাবে আমার থেকে দুরে আমি ঠিক খুজে নিবো তোমায় আপনমনে
তোমায় নিয়ে হাজারো বাজি জিতে যাবো শুধু তুমি আমার থাকলে পাশে
আমার মন তোমার মনকে জানাবে আমার চোখের জল তোমায় জালাবে
আমাকে কষ্ট রেখে এতো সহজে বলো কোথায় তুমি পালাবে