Eka Ami Song Lyrics In Bengali || একা আমি বাংলা লিরিক্স || By Shahnewaz Chowdhury Miraz
Eka Ami Song Lyrics In Bengali || একা আমি বাংলা লিরিক্স || By Shahnewaz Chowdhury Miraz

একা আমি তোমায় ভাবি
বসে ঘরের চার দেয়ালে
লিখি চিঠি তোমায় ভেবে
পড়বে কি সেই তুমি,
একা আমি তোমায় ভাবি
বসে ঘরের চার দেয়ালে
লিখি চিঠি তোমায় ভেবে
পড়বে কি সেই তুমি।
কেন গেলে দূরে
রেখে গেলে আঁধারে
জানি ফিরবে না কখনো
তুমি ভাঙা হৃদয়ে।
আজও আমি তোমায় খুঁজি
প্রতি রাতে প্রার্থনাতে
যদি তুমি আসো ফিরে
আবার এসে হাতটি ধরে,
আজও আমি তোমায় খুঁজি
প্রতি রাতে প্রার্থনাতে
যদি তুমি আসো ফিরে
আবার এসে হাতটি ধরে।
কেন গেলে দূরে
রেখে গেলে আঁধারে
জানি ফিরবে না কখনো
তুমি ভাঙা হৃদয়ে।