Mone Mone Song Lyrics In Bengali || মনে মনে বাংলা লিরিক্স || By Abdul Kader Tuhin Lyrics
Mone Mone Song Lyrics In Bengali || মনে মনে বাংলা লিরিক্স || By Abdul Kader Tuhin Lyrics

Singer | Abdul Kader Tuhin |
Composer | Eemce Mihad |
Song Writer | Abdul Kader Tuhin |
রোদেলা দুপুর বেলায় কোন সে ছায়া আসে যায়
এ পথ ধরেই হেটেছিলাম এক যে গোধূলি বেলায়
এখনো সে সড়কের বাতিগুলো জ্বলে নিভে
তুমি নেই মানে কিছু নেই পথ চেয়ে বল কি হবে?
মনে মনে কত কথা রেখেছিলি যে তুই
কোনোভাবে কষ্ট গুলো বুঝতে দাও নি কিছুই (২)
পুরো অন্ধকার ঘর তোর আমার
কত অভিমান আছে আড়ালে
কোনো রুপকথার দেশেতে আবার
তোকে খুঁজে পাই হাত বাড়ালে
চিঠি আসবে না হয়তো বা আর
অশ্রু ভেজা তোর ওই খামে
মনে লুকানো কথা হাজারো
শেষ হবে না যেনো অকালে
মনে মনে কত কথা রেখেছিলি যে তুই
কোনোভাবে কষ্ট গুলো বুঝতে দাও নি কিছুই (২)