Shudhu Tomari Kheyal Song Lyrics In Bengali || শুধু তোমারই খেয়াল বাংলা লিরিক্স || By Eemce Mihad Lyrics
Shudhu Tomari Kheyal Song Lyrics In Bengali || শুধু তোমারই খেয়াল বাংলা লিরিক্স || By Eemce Mihad Lyrics

Singer | Eemce Mihad |
Singer | Eemce Mihad |
Music | Eemce Mihad |
Song Writer | Eemce Mihad |
আজও এই মনে শুধু তোমারই খেয়াল
ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল
আজো এই পথে শুধু তুমি আর আমি
কোন পথে হাটছো বলো না সে তুমি (২)
এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কতদূর যাবে তুমি
ঠিকই খুজে নেব একটু সময় দিও মায়ায় জড়াবো আমি (২)
আজও দাঁড়িয়ে থাকি আমি সেই রাস্তায়
তুমি আসবে বলে তোমার সেই বারান্দায়
আমার হাতে কাঠগোলাপ তোমার মুখে হাসি
বলো কেন যে তোমায় এত ভালোবাসি
কখনো অভিমানে তুমি থেকো না দূরে
হারিয়ে ফেলেছি আমায় তোমারি মাঝে
যত যাই বলো সব মেনে নিব
কখনো বলোনা তোমায় ভুলে যাবো
এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে তুমি
ঠিকই খুজে নেব একটু সময় দিও মায়ায় জড়াবো আমি (২)