একনজরে আগারগাঁও পাসপোর্ট অফিস - Agargaon Passport Office- Dhaka
আগারগাঁও পাসপোর্ট অফিস - Agargaon Passport Office
আগারগাঁও পাসপোর্ট অফিস বাংলাদেশের সব চেয়ে বড় এবং ঢাকা বিভাগের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। agargaon passport office টি রমনা, মতিঝিল, পল্টন,শাহবাগ, গুলশান, ধানমন্ডি, শাহ আলী, তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর, নিউ মার্কেট, সাভার, হাজারীবাগ, ধামরাই, মিরপুর, পল্লবী এবং কাফরুল সহ ১৭ টি এলাকার স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দাদের পাসপোর্ট সম্পর্কিত সকল সেবা প্রদান করে।
![]() |
Agargaon passport office, Dhaka |
বাংলাদেশ স্বাধীনের পূর্বে ১৯৬২ সালে এদেশের মানুষের বিদেশ যাত্রা নিশ্চিত করতে ঢাকা সহ ৬ টি বিভাগে পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। দেশ স্বাধীনের পরে ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর তৈরির মাধ্যমে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে আসে। ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিস টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধিনে পাসপোর্ট সেবা দিয়ে আসছে।
Agargaon passport office
Agargaon passport office address - আগারগাঁও পাসপোর্ট অফিস ঠিকানা
E-7, Agargaon Shere-E-Bangla Nagar, Dhaka 1207
১ LGED রোড দিয়ে এলে Department of Immigration & Passports অফিস থেকে ৪ মিনিটের হাটা দূরত্বের মধ্যেই পাবেন আগারগাঁও পাসপোর্ট বা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁও
আগারগাঁও পাসপোর্ট যোগাযোগ- agargaon passport office contact
Phone number: 01733 - 393 323
Email : dpassport@passport.gov.bd , rpoagargaon@passport.gov.bd
website: http://www.dip.gov.bd
Agargaon passport office location in google map
Agargaon passport office পাসপোর্ট ফি কালেকশন বুথ / ব্যাংকঃ
আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে কয়েকটি ব্যাংক এর শাখা ব্যাংক আছে সেখান থেকে আপনি পাসপোর্ট ফি জমা দিতে পারবেন অথবা আপনি যে এলাকায় থাকেন ঐ এলাকার যে কোন সরকারি অথবা বেসরকারি ব্যাংক এবং অনলাইনে পাসপোর্ট ফি প্রধান করতে পারবেন।
অফিসের সামনে কিছু এজেন্ট আছে যারা সামনে থাকা দোকান থেকে পাসপোর্ট ফি জমা দেওয়া সহ অনলাইনের কাজ করে দিয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সাবধান থাকা উচিৎ হবে। অনেক খারাপ খারাপ লোকও থাকে যারা আপনার আর্থিক ক্ষতি করতে পারে।
আগারগাঁও পাসপোর্ট অফিসের তলা ভিত্তিক কক্ষ নির্দেশিকাঃ
একনজরে দেখে নিতে পারেন agargaon passport office এর কোন রুমে কি কাজ হয়, যাতে ঐ অফিসে গেলে ভোগান্তি কম হবে।
👉১ম তলাঃ
কক্ষ নং- ১০১ / অনলাইনে NID/BRC/GO/NOC/SOC যাচাই কেন্দ্র ও প্রি এবং বায়ো এনরোলমেন্ট
কক্ষ নং- ১০২ / আবেদন পত্র জমা ( মহিলা )
কক্ষ নং- ১০৩ / আবেদন পত্র জমা ( পুরুষ )
কক্ষ নং- ১০৪ / আবেদন পত্র যাচাই বাছাই কেন্দ্র
কক্ষ নং- ১০৫ / তথ্য ও অনুসন্ধান কেন্দ্র
👉২য় তলাঃ
কক্ষ নং ২০১/ পাসপোর্ট বিতরণ শাখা ( পূর্ব পাশের সিঁড়ি, নিচ থেকে টোকেন নিতে হতে পারে)
কক্ষ নং ২০২/ সহকারী পরিচালক ( AD র কক্ষ )
কক্ষ নং ২০৩/ পাসপোর্ট ডিসপাচ শাখা
👉৩য় তলাঃ
কক্ষ নং ৩০১/ প্রি এনরোলমেন্ট
কক্ষ নং ৩০৩/ উপ প্রকল্প পরিচালক
কক্ষ নং ৩০৪/ ডাটা সেন্টার ( ইনভেস্টিগেশন সেল, সাধারনের প্রবেশ নিশেষ)
কক্ষ নং ৩০৫/ বায়ো এনরোলমেন্ট - রি ইস্যু
কক্ষ নং ৩০৭/ আবেদন পত্রের সিরিয়াল প্রধান
👉৪র্থ তলাঃ
কক্ষ নং ৪০১/ স্টোর রুম
কক্ষ নং ৪০২/ সহকারী পরিচালক
কক্ষ নং ৪০৩/ বায়ো এনরোলমেন্ট ( GO/NOC )
কক্ষ নং ৪০৪/ বায়ো এনরোলমেন্ট - (মহিলা)
কক্ষ নং ৪০৫/ বায়ো এনরোলমেন্ট - (পুরুষ)
👉৫ম তলাঃ
কক্ষ নং ৫০১/ পেমেন্ট যাচাই ( সোনালী ব্যাংক )
কক্ষ নং ৫০২/ সহকারী পরিচালক
কক্ষ নং ৫০৩/ ডক স্ক্যান শাখা
কক্ষ নং ৫০৪/ বায়ো এনরোলমেন্ট ( মহিলা )
কক্ষ নং ৫০৫/ বায়ো এনরোলমেন্ট ( পুরুষ )
👉৬ষ্ঠ তলাঃ
কক্ষ নং ৬০১/ পরিচালক
কক্ষ নং ৬০২/ পিএ ( পরিচালক )
কক্ষ নং ৬০৩/ সহকারি পরিচালক
কক্ষ নং ৬০৪/ হিসাব ও প্রশাসন শাখা
কক্ষ নং ৬০৫/ তথ্য সংশোধন ( Passport correction and Justufication)
কক্ষ নং ৬০৬/ ওয়েটিং রুম (VIP)
কক্ষ নং ৬০৭/ ষ্টোর রুম
কক্ষ নং ৬০৮/ সহকারি পরিচালক
👉৭ম তলাঃ
কক্ষ নং ৭০১/ রেকর্ড শাখা
কক্ষ নং ৭০২/ SB ও নোটিং শাখা
কক্ষ নং ৭০৩/ উপ সহকারী পরিচালক
👉৮ম তলাঃ
কক্ষ নং ৮০১/ রেকর্ড রুম
👉৯ম তলাঃ
কক্ষ নং ৯০১/ কনফারেন্স রুম
আগারগাঁও পাসপোর্ট অফিসের খোলা এবং ছুটির দিনঃ
agargaon passport office open time
রবিবারঃ 9:00 AM - 5:00 PM
সোমবারঃ 9:00 AM - 5:00 PM
মঙ্গলবারঃ 9:00 AM - 5:00 PM
বুধবারঃ 9:00 AM - 5:00 PM
বৃহস্পতিবারঃ 9:00 AM - 5:00 PM
শুক্রবারঃ Closed
শনিবারঃ Closed
বিঃদ্রঃ সরকারীছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন বাদের বাকি দিনগুলোতে আগারগাঁও পাসপোর্ট অফিস খোলা থাকে।
👉আগারগাঁও পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রমঃ
বাংলাদেশে যে ৪ টি পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম সবার আগে চালু হয়েছিলো তার মধ্যে agargaon passport office অন্যতম।
বর্তমানে এখানে MRP Passport এবং e Passport দুইটাই চালু আছে। নতুন ও রি ইস্যু পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে ই পাসপোর্ট গ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। তবে যদি কেউ MRP to MRP রি ইস্যু করতে চায় তবে সেটাও আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে পাওয়া যাচ্ছে।
১ নতুন ই পাসপোর্ট
২ MRP to e passport (রি ইস্যু)
৩ MRP to MRP (রি ইস্যু)
৪ পাসপোর্ট সংশোধন
৫ সাধারন, জরুরী এবং অতি-জরুরী পাসপোর্ট সেবা পাওয়া যাচ্ছে।
👉পাসপোর্ট অফিসের পরিবেশঃ
আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিবেশ ভাল কিন্ত আবেদনকারীর তুলনায় জায়গা অপ্রতুল, পাসপোর্ট জমা দেওয়া এবং ডেলিভারি গ্রহণ করতে প্রচুর মানুষ আসে তাই ফুট পথেও দাঁড়াতে হয়।
👉পাসপোর্ট অফিসের সামনে দোকান সমূহঃ
অফিসের সামনে ছাতার নিচে কম্পিউটারে পাসপোর্ট ফরম পূরণ এবং অনলাইন চালানের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেওয়া হয় এমন প্রচুর দোকান আছে। আশে পাশে ATM এবং ব্যাংক আছে। পাসপোর্ট অফিস কে কেন্দ্র করে প্রতিদিন এখানে মেলা বসে এমন মনে হবে গেলে।
আগারগাঁও পাসপোর্ট অফিস, ঢাকা সম্পর্কে সম্ভাব্য প্রশ্ন / উত্তর
👉 Agargaon passport office helpline
agargaon passport office mobile number 01733-393 366
agargaon passport office contact number 02-48121257
👉agargaon passport office email address
আগারগাঁও পাসপোর্ট অফিসের ইমেইল rpoagargaon@passport.gov.bd
পরিচালক এর ইমেইল dpassport@passport.gov.bd
👉agargaon passport office open time
👉agargaon passport office holiday
আগারগাঁও পাসপোর্ট অফিস off day শুক্র এবং শনিবার। তবে সরকারি ছুটির দিন এ পাসপোর্ট অফিস বন্ধ থাকে
👉agargaon passport office passport delivery time
আগারগাঁও পাসপোর্ট অফিসের পাসপোর্ট ডেলিভারি সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অফিস চলা কালীন সময়ে।
👉agargaon passport office location
agargaon passport office located at E-7, Agargaon Shere-E-Bangla Nagar, Dhaka 1207
আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে চেষ্টা করতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি agargaon passport office সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা থাকে তবে নিচে কমেন্ট করে জানতে পারেন। অথবা আরো কোন তথ্য যোগ করলে ভাল হয় সেটাও নিচে কমেন্ট করে জানাবেন।
তথ্য সূত্রঃ আগারগাঁও পাসপোর্ট অফিস, epassport.gov.bd, Google Map, পাসপোর্ট তথ্য বাতায়ন dip.gov.bd এবং ওয়েবসাইট এডমিনের স্বচক্ষে দেখা।